
ডেস্ক রিপোর্ট : সারাদেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে নেতা-কর্মীরা।
আজ শনিবার (১৪ মে) দুপুরে শহরের ঐতিহাসিক রথখোলা ময়দানে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের রাজপথে জবাব দেওয়া হবে। অত্যাচারীদের বিরুদ্ধে দেশের মানুষ আর চুপ থাকবে না। আগামীতে সরকার পতনের আন্দোলনের জন্য দলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নিতে হবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান চন্নু, জাহাঙ্গীর আলম মোল্লা, মো. রুহুল হোসাইন, অ্যাডভোকেট জালাল মো. গাউস প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পাপ্র/ সুআআ
