Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ১০ ডিসেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে খাদ্য অধিকার সপ্তাহ ২০২০ পালিত

প্রতিবেদক
Nazmul
ডিসেম্বর ১০, ২০২০ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ব মানবাধিকার দিবস ও খাদ্য অধিকার সপ্তাহ ২০২০ উপলক্ষে বাংলাদেশের সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টির নিরাপত্তা অধিকার-মানবাধিকার নিশ্চিত করতে খাদ্য অধিকার আইন প্রনয়ণের দাবীতে যুব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

ফ্যামিলি টাইসের আয়োজনে হাওর অঞ্চলের কৃষি ও পুষ্টি সমস্যা নিয়ে কিশোরগঞ্জে দিনব্যাপী এ যুব অালোচনা হয়।

এ প্রোগ্রামে কিশোরগঞ্জ জেলার ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম ও নিকলী উপজেলার পঁচিশজন যুব নারী পুরুষ অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. ছাইফুল অালম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মাছুমা খাতুন ও নারী নেত্রী মনোয়ারা খাতুন রানু।

ফ্যামিলি টাইস এর নির্বাহী পরিচালক খুজিস্থা বেগম জোনাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালনা করেন মমতাজ বেগম মুমু।

বক্তারা হাওর অঞ্চলের কৃষি ও পুষ্টি সমস্যাগুলো চিহ্নিত করে কতিপয় সুপারিশ তৈরি করেন। এবং খাদ্য অধিকার আইন প্রণয়নের দাবী করেন। এ প্রোগ্রামটির সার্বিক সহযোগিতায় ছিলেন খানি বাংলাদেশ ও ব্রেথ ফর দ্যা ওয়াল্ড।