স্টাফ রিপোর্টার : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ
(২০১৫-১৬) শিক্ষাবর্ষের রেজাল্টের দাবিতে আজ সোমবারর সকাল ১০টায় কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ সম্মুখে মানববন্ধন করেছে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ২০ নভেম্বরের ভিতরে তাদের রেজাল্ট প্রকাশের দাবী জানান। এছাড়াও শিক্ষার্থীরা চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ -২০২০ সহ সরকারি চাকুরীর নিয়োগে আবেদন করার সুযোগ ও কোন শিক্ষার্থীর ফলাফল সন্তোষজনক না হলে পুনরায় পরিক্ষা দেওয়ার সুযোগের দাবী করেন তারা।
গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের এ মানববন্ধনে কিশোরগঞ্জের বিভিন্ন বিভাগের ও কলেজের অনার্স চতুর্থ বর্ষের ও শিক্ষার্থীরা অংশ নেন।