Pakundia Pratidin
ঢাকারবিবার , ৭ মার্চ ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
Nazmul
মার্চ ৭, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহব্বায়ক রফিকুল ইসলাম রেনুর বাড়িতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মনির উদ্দিন আকন্দ । আলোচনা সভায় পাকুন্দিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আকন্দ এর সন্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
প্রধান অতিথি রফিকুল ইসলাম রেনু বলেন – ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সাফল্য রেখেছে। এ ভাষণ মুক্তিযুদ্ধের চেতনার অনুপ্রেরণা যুগিয়েছে, মানুষকে করেছে আত্নবিশ্বাসী, ছিনিয়ে এনেছে বিজয়। বঙ্গবন্ধুর পরিবারের সকল শাহাদাত বরণকারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদী, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীগের সভাপতি মজিবুর রহমান, সুখিয়া ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুল হক তুতা , জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।