Pakundia Pratidin
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জের চিত্রশিল্পী আব্দুস সালাম সড়ক দূর্ঘটনায় নিহত

প্রতিবেদক
Nazmul
আগস্ট ৩১, ২০২০ ৫:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জ জেলার বিশিষ্ট চারুকলা শিল্পী আব্দুস সালামের (৫৫) মৃত্যু হয়েছে। গত রোববার সকাল সাড়ে ৭টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর কাঁচাবাজারের সামনের সড়কে আবদুস সালামকে একটি দ্রুতগামী বাস চাপা দেয়।

মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তীক্ষ্ণ দৃষ্টি ও মেধা সম্পন্ন শিল্পী আবদুস সালাম নব্বইয়ের দশকে রাজশাহী চারুকলা মহাবিদ্যালয় থেকে লেখাপড়া শেষে ফ্রিল্যান্সার আর্টিস্ট হিসেবে কাজ করছিলেন। প্রতিভাবান চারুকলা শিল্পী আব্দুস সালামের বাড়ি কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায়। শহরের খরমপট্টি এলাকার হাজী মো. এরশাদ উল্লাহর ছেলে তিনি। রাজধানীর সোবহান বাগ কলাবাগানের মিশু খান লেক এলাকার সস্ত্রীক বসবাস করতেন। তার দুই ছেলে কানাডায় লেখাপড়া করছেন।

শিল্পী আব্দুস সালামের অকাল মৃত্যু সংবাদে কিশোরগঞ্জ শহরের শোকের ছায়া নেমে এসেছে।