Pakundia Pratidin
ঢাকাসোমবার , ২৯ আগস্ট ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কাল মঙ্গলবার মসূয়ায় আসছেন এনায়েতুল্লাহ আব্বাসী

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
আগস্ট ২৯, ২০২২ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আশরাফুল হাসান মোরাদ : রাত পোহালেই ৩০ আগস্ট মঙ্গলবার। সকাল ১০:০০ টা থেকে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের পূর্ব মসূয়া সমাজ কল্যান যুব সংঘের ৮ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।

উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান মেহমান হিসেবে আগমন করবেন আব্বাসী মঞ্জিল জৈনপুর দরবার শরীফের বর্তমান গদ্দিনাশীন পীর মুফতি সাইয়্যাদ ড.এনায়েতুল্লাহ আব্বাসী। বাদ যোহর তিনি বয়ান করবেন।

মাহফিলের বিষয়টি সোশ্যাল মাধ্যমে এনায়েতুল্লাহ আব্বাসীর ফ্যান পেইজেও মাহফিল পোস্টার আপলোড করে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ২৪ ঘন্টায় কুরআন শিক্ষার উদ্ভাবক ও রূপায়ন টাউন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাইখ জামাল উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন আ.ফ.ম ওয়াহেদুর রহমানসহ স্থানীয় বরণ্য আলেমগন।

মসূয়া ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ জেড এম গোলাম রশিদ পিন্টুর সভাপতিত্বে মাহফিলের শুভ উদ্বোধন করবেন নূর হোসাইনী আলিম মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলী মাসুদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা.মুজিবুর রহমান।

মাহফিল বাস্তবায়ন কমিটির দ্বায়িত্বশীল মো: হাবিবুল্লাহ “পাকুন্দিয়া প্রতিদিন”কে জানান, ইত:মধ্যে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করা হচ্ছে এ অঞ্চলের স্মরণকালে মাহফিল হবে এটি।

পাপ্র/সুআআ