Pakundia Pratidin
ঢাকাসোমবার , ৭ ডিসেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াচাপড়ায় আশ্রয় কেন্দ্র নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন

প্রতিবেদক
Nazmul
ডিসেম্বর ৭, ২০২০ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ সাংসদ নূর মোহাম্মদ।

আজ সোমবার (৭ ডিসেম্বর) দুপুর ২টায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপনে উদ্বোধন অনুষ্ঠানে এমপি নূর মোহাম্মদ বলেন শেখ হাসিনা সরকার শিক্ষা খাত কে সবচেয়ে বেশি গুরত্ব দিয়েছেন।পাশাপাশি সামাজিক মানবিক সমস্যাবালী নিরসনেও কাজ করে যাচ্ছে । দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রণালয়ের বাস্তবায়নে ২ কোটি ৮০ লক্ষ ৮০ হাজার টাকা ব্যায়ে ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান, পাকুন্দিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ সারোয়ার জাহান, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শাহাবউদ্দিন, চৌদ্দশত ইউপি চেয়ারম্যান এ বি ছিদ্দিক খোকা, ইকোমিক জোন ইনচার্জ মাহ্বুবুল আলম, কালিয়া চাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, কালিচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এমদাদুল হক জোটন প্রমুখ।