পাপ্র ডেস্ক : আফগানিস্তানের কাবুলের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামেন আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকালে একটি বেসরকারি উচ্চ শিক্ষা কেন্দ্রে বিস্ফোরণটি ঘটানো হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৫৭ জন।
দাস্ত-এ বারচি এলাকার ভবনটিতে মূলত শতশত শিয়া মতাবলম্বী শিক্ষার্থী অবস্থান করে থাকে। বিবিসি বলছে, আহত অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে। মৃত্যু সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলাটির দায় তালেবানরা অস্বীকার করেছে।