ফিফা বিশ্বকাপ-২০২২ ও এশিয়া কাপ-২০২৩-এর বাছাইপর্বের ম্যাচ খেলতে উপসাগরীয় রাষ্ট্র কাতারে সফররত জাতীয় ফুটবল দল বাছাইয়ে স্বাগতিক কাতারের মোকাবেলার আগে দুটি অনুশীলন ম্যাচের প্রথমটি খেলতে আজ মাঠে নামবে সফরকারী বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
দোহার আল আজিজিয়াহ বুটিক (সুপার ক্লাব পিচ-২) মাঠের ওই ম্যাচে বাংলাদেশ দলের প্রতিপক্ষ কাতার আর্মি ফুটবল দল। স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।
এদিকে আসন্ন ম্যাচকে সামনে রেখে গতকাল দেড় ঘণ্টা অনুশীলন করেছে জামাল ভুঁইয়ার দল। দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হয়ে সাড়ে ১০ টায় শেষ হয় অনুশীলন। এরপর এস্পায়ার ফুটবল একাডেমীর জিমে ঘাম ঝরায় বাংলাদেশ দলের ফুটবলাররা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সূত্রে এ কথা জানা গেছে।