Pakundia Pratidin
ঢাকারবিবার , ২১ ফেব্রুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

কাওয়ালীকান্দা একতা শান্তিকল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

প্রতিবেদক
pakundia pratidin
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৮:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কাওয়ালীকান্দা একতা শান্তিকল্যাণ সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা, রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. এনায়েত হোসেন সুমনের শুভেচ্ছা বক্তব্য এবং সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেনের পবিত্র কুরআন তেলাওয়াত, টুঠারজঙ্গল গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো. আসাদুজ্জামান আসাদের শুভ উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাওয়ালীকান্দার বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক মেম্বার আলহাজ্ব মো. ইমাম উদ্দিন, টুঠারজঙ্গলের সাবেক মেম্বার মো. আবু বকর সিদ্দিক গোলাপ, আশুতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. ছফির উদ্দিন, কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী মো. মতিউর রহমান, পরিবহন অডিট অধিদপ্তর সেগুনবাগিচা ঢাকার অডিটর মো. আবু সায়ীম, কিশোরগঞ্জ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের লেকচারার (কমিউনিটি মেডিসিন) ডাক্তার মো. তারিফুর রহমান ও কিশোরগঞ্জ দীন চক্ষু হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মো. সুমন আহমেদ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাওয়ালীকান্দার বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলী ও মো. নুরুল ইসলাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কাঞ্চন মিয়া, কিশোরগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুল আলম, রওজাতুল বানাত কওমি মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাও. মো. ওয়াহিদুজ্জামান, হাফেজ ক্বারী মোহাম্মদ আলী, মির্জাপুরের বিশিষ্ট সমাজসেবক মো. হিমেল মিয়া, কাওয়ালীকান্দার মো. আলতাব উদ্দিন, মো. আব্দুর রাশিদ, মো. গোলাপ মিয়া, আশুতিয়া নতুন বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মো. হারুন অর রশিদ, ছিদ্দিকিয়া হুসাইনীয়া বায়তুল কুরআন মাদরাসার শিক্ষক মাও. আব্দুর রহিম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে মেডিসিন সেবা প্রদান করেন কিশোরগঞ্জ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ এন্ড হসপিটালের লেকচারার (কমিউনিটি মেডিসিন) ডাক্তার মো. তারিফুর রহমান, গাইনি, নাক, কান, গলা, শিশু, চর্ম-যৌন, সার্জারি ও ডায়াবেটিস সেবা প্রদান করেন হোসেনপুর রেহেনা ডিজিটাল ডায়াগনোস্টিক সেন্টারের কনসালটেন্ট সনোলজিস্ট ডা. খোদেজাতুল ক্বোবরা প্রিয়া, চক্ষু চিকিৎসা সেবা প্রদানে সহযোগিতা করেন কিশোরগঞ্জ দীন চক্ষু হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মো. সুমন আহমেদ, রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগিতা করেন পুলেরঘাট বাজার আশার আলোর ব্যবস্থাপনা পরিচালক হাকীম মো. রফিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মো. স্বপন হোসেন।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অত্র সংগঠনের কোষাধ্যক্ষ মোকাররিম হোসেন নাঈম।