আজ শনিবার (২৭ জুন) দুপুরে করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি।বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি জানান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় করোনা জয় করে আজ (২৭ জুন) দুপুরে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। ডাক্তারের পরামর্শে তিনি আরও কিছুদিন বিশ্রাম নিবেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।
উল্ল্যেখ্য, গত ১৬ জুন রিপোর্টে করোনা পজিটিভ আসলে শারীরিকভাবে খুব বেশি অসুস্থ না হলেও ১৭ জুন সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসা শেষে আজ তিনি সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।