Pakundia Pratidin
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

করোনা উপসর্গ নিয়ে জাবি অধ্যাপকের মৃত্যু

প্রতিবেদক
Nazmul
সেপ্টেম্বর ১৪, ২০২০ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক মো. মনজুরুল করিম
করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার করোনার উপসর্গ থাকলেও এখনো পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন-চারদিন ধরে তিনি অসুস্থবোধ করছিলেন। এ সময় তার হালকা জ্বর এবং প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল। সোমবার সকালে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। এসময় তার অক্সিজেনের মাত্রা শূন্যে নেমে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

৬২ বছর বয়সী সদালাপী, সজ্জন, গুণী এই অধ্যাপক স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান, অগণিত শিক্ষার্থী এবং গুণগ্রাহী রেখে গেছেন।