Pakundia Pratidin
ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

করোনা আক্রান্ত্র ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২৬, ২০২০ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক : এবার প্রাণঘাতী করোনা থেকে রেহাই পেলেন না ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো গাউচো। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে রোববার রোনালদিনহো নিজের করোনায় আক্রান্তের খবর নিজেই জানিয়েছেন

পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর করোনার থাবায় সবশেষ আক্রান্ত হলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাবেক এ ফরোয়ার্ড। বর্তমানে তিনি ব্রাজিলের বেলো হরিজোন্তেতে নিজেকে সেলফ আইসোলেশনে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এক ভিডিওবার্তায় রোনালদিনহো বলেছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজন্তে রয়েছি। এখানে একটি অনুষ্ঠানে অংশ নিতে এসেছি। আমার মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। কিন্তু আমার করোনা টেস্টে ফল পজিটিভ এসেছে।’

তিনি আরও বলেন , ‘আমি বেশ ভালো আছি। কোনো উপসর্গ নেই। কিন্তু যে অনুষ্ঠানের জন্য এসেছিলাম তা এখন আর হচ্ছে না। তবে শিগগিরই আমরা এক হব। সবার জন্য ভালোবাসা।’

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, এখনও পর্যন্ত ব্রাজিলে করোনা রোগীর সংখ্যা ৫৩ লাখ ৯৪ হাজার ১২৪ জন। মরামারীতে সেখানে এ পর্যন্ত মারা গেছে ১ লাখ ৫৭ হাজার ১৬৩ জন।

তথ্যসূত্র: গোল ডট কম, ইনস্টাগ্রাম