পাপ্র ডেস্ক :
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এ অনলাইন বুলেটিনে জানানো হয়, দেশের মোট ৬৮টি পরীক্ষাগারের ৬৬টির তথ্য অনুসারে গত ২৪ ঘণ্টায় মোট ১৮ হাজার ৮৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং ১৮ হাজার ৪২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।এ নিয়ে মোট ৭ লাখ ৬৬ হাজার ৪০৭ জনের নমুনা পরীক্ষা করা হলো। এ সময়ে করোনায় আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৬৮২ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। সেই সঙ্গে আরও ৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ১ হাজার ৮৪৭ জনের। তাদের মধ্যে ৫২ জন পুরুষ এবং ১২ জন মহিলা। এছাড়াও ২৪ ঘণ্টায় সুস্…