আশরাফুল হাসান মোরাদ
আজ ১৫ ই নভেম্বর রোজ রবিবার বিকাল ৩ ঘটিকায় কটিয়াদী সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কটিয়াদি আওয়ামী যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কটিয়াদি পৌর আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দীন আলার সভাপতিত্বে কর্মী সভা উদ্বোধন করেন কটিয়াদী আওয়ামী যুবলীগের আহ্বায়ক জনাব শারফুল কাদের (ভিপি মনি) ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খাঁন মামুন।
এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি -পাকুন্দিয়া) আসনের মাননীয় সাংসদ জনাব নুর মোহাম্মদ থাকার কথা থাকলেও জরুরী কাজে ব্যাস্ত থাকায় তিনি আসতে পারেননি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।
এ কর্মী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কটিয়াদি আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান (মাহফুজ), কটিয়াদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জনাব মিনহাজুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।