স্বাধীনতার_স্বাদ
___এস এ সৌরভ
প্রাণপ্রিয় স্বদেশকে, যারা ভালোবাসে,
দেশ বাঁচাতে যারা শত সাধনা করে,
জীবন মায়া যারা, এসেছে ত্যাগ করে
দেশ বাঁচাতে যারা, প্রাণটা দিয়ে বসে!
হানাদার বাহিনী, যখনি ফিরে আসে,
তখনি তারা(বীর) দেশের জন্য মরে।
দেশকে ভালোবাসে সে, মাতৃতূল্য করে
স্বদেশের এ মায়া, কাটাতে পারে কিসে?
শত বছরের এ সংগ্রামের ফলে,
লাখো লাখো তাজা এ প্রাণের বিনিময়ে,
এবার তবে স্বাধীনতা আসবে বলে,
তারা তাকে বরন করবে সবিনয়ে।
এ রক্ত এই প্রাণ , বৃথা যায়নি তবে
স্বাধীনতার প্রিয় স্বাদ, পেয়েছি সবে।