কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ানের ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম করা হয়।কিশোরগঞ্জ -২ পাকুন্দিয়া – কটিয়াদী অাসনের মাননীয় সংসদ সদস্য নূর মোম্মদ নির্দেশক্রমে’ এগারসিন্দুর ইউনিয়ানের ছাত্রলীগর সভাপতি মো: সাদেক হোসেনের নেতৃত্বে ‘ ইউনিয়ানের বাহাদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ও হাজি জাফর অালী কলেজ সহ ইউনিয়ানের বিভিন্ন রাস্তার পাশে বৃক্ষ রোপন করা হয়।এই সময় এগারোসিন্দু ইউনিয়ান ছাত্রলীগে বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।