Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২ এপ্রিল ২০২২
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

এগারসিন্দুর থানারঘাটে সিএনজির ধাক্কায় নারী নিহত

প্রতিবেদক
পাকুন্দিয়া প্রতিদিন ডেস্ক
এপ্রিল ২, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সিএনজির ধাক্কায় মেহেরা খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছে। আজ শনিবার (২ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের থানারঘাট বাজারের পাশে এ ঘটনা ঘটলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মেহেরা খাতুন এগারসিন্দুর থানারঘাট এলাকার মো. হান্নান মিয়ার স্ত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মেহেরা খাতুন গরুর জন্য ঘাস কেটে ঘাসের খাঁচা মাথায় নিয়ে থানারঘাট বাইপাসের সড়ক পার হয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি তাকে ধাক্কা দেয়। এ সময় মেহেরা খাতুন মারাত্মকভাবে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে এগারসিন্দুর বিট পুলিশিং এর অফিসার এসআই আশরাফুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় লোকজন ঘাতক সিএনজিটি আটক করলেও চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পাকুন্দিয়া প্রতিদিন / সুআআ