স্টাফ রিপোর্টার :পাকুন্দিয়ায় এগারসিন্দুর ইউনিয়নের খামা গ্রামে আজ রবিবার (৪ অক্টোবর) সাড়ে ১১টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রুহুল আমিন (২৪) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা যায়,খামা গ্রামের আবু বকরের নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয় শ্রমিক রুহুল আমিন।পরে অচেতন অবস্থায় দ্রুত তাকে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুহুল আমিন পাকুন্দিয়া পৌরসভার কুরতলা গ্রামের খুরশিদ উদ্দিনের ছেলে।