Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

উৎসবে করোনায় সতর্ক থাকার নির্দেশ নরেন্দ্র মোদীর

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২১, ২০২০ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

পাপ্র ডেস্ক: গোটা ভারতে করোনার সংক্রমণ এখনও বিপজ্জনক রূপেই রয়েছে। বিন্দুমাত্র গাফিলতির ফলও মারাত্মক হতে পারে বলে সবাইকে সতর্ক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে নরেন্দ্র মোদী এসব কথা বলেন।তিনি উৎসবের মৌসুমে করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক বানী শোনালেন “যতদিন না অবধি মহামারির ভ্যাকসিন না আসছে, ততদিন ভাইরাসের বিরুদ্ধে এই লড়াই থামানো চলবে না।

ভ্যাকসিন সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ভারত দুটি তিনটি সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে কাজ করছে এবং বিশ্বের অন্যান্য দেশগুলির মতো আমরাও একটি ভ্যাকসিন পাওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছি”।

তিনি জানান, ভ্যাকসিন এলেই তা দ্রুত বন্টন করা হবে৷ প্রত্যেক নাগরিক যাতে ভ্যাকসিন পায়, তার জন্য সব রকমের চেষ্টা চলছে৷