
উদ্বিগ্ন বিশ্ব, প্রায় শেষের পথে সৌদির প্রথম পরমাণু চুল্লি
পরমাণু বিশেষজ্ঞ রবার্ট কেলি গুগল আর্থের ছবি বিশ্লেষণ করে, সৌদির পরমাণু চুল্লি শনাক্ত করেন। সৌদি আরবের ঘোষণা, শান্তিপূর্ণ গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের কারণেই তাদের এই পরমাণু চুল্লি।
দেশের প্রথম পরমাণু চুল্লির কাজ প্রায় শেষ করে এনেছে সৌদি আরব।
গুগল আর্থে সেই ছবি ধরা পড়েছে। সৌদি আরবের ঘোষণা, শান্তিপূর্ণ গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণের কারণেই তাদের এই পরমাণু চুল্লি। পরমাণু বিশেষজ্ঞ রবার্ট কেলি গুগল আর্থের ছবি বিশ্লেষণ করে, সৌদির পরমাণু চুল্লি শনাক্ত করেন।
তবে, সৌদি আরব এখনও পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু চুক্তিতে সই করেনি। পরমাণু অস্ত্র তৈরিতে যে ওই চুল্লিকে কাজে লাগানো হবে না, তা নিশ্চিত করতেই চুক্তিবদ্ধ হতে হবে সৌদি আরবকে।
