Pakundia Pratidin
ঢাকাশনিবার , ১০ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের সাহিত্য আসর আজ থেকে শুরু

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ১০, ২০২০ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

প্রাপ্র ডেস্ক : উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদের আয়োজনে ক্যালিফোর্নিয়ার অপূর্ব শহর সান ডিয়াগোতে এবারের সাহিত্য আসরের ভার্চুয়ালি আয়োজন করা হয়েছে। দুই দিনের দ্বিতীয় বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ ১০ ও ১১ অক্টোবরের এ আয়োজন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের স্থানীয় সময় আজ শনিবার সকাল ৮টায় এই সাহিত্য সমাবেশের উদ্বোধনী অনুষ্ঠান হবে।

সমাবেশের আহবায়ক ও একুশে পদক বিজয়ী কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত এবারের আসর উদ্বোধন করবেন।

লেখক ও সাংবাদিক শামীম আল আমিন, সামা আকবর এবং ফারহানা আজিম শিউলীর সঞ্চালনায় বক্তব্য রাখবেন স্থানীয় আয়োজক আনিসুজ্জামান। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন শাহজাহান কামাল। এসময় অমর একুশে গানের স্রষ্টা, লেখক ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর ধারণকৃত বক্তব্য দেখানো হবে।

সমাবেশে এবারের শ্লোগান ঠিক করা হয়েছে, “রুদ্ধ তনু মুক্ত মন, সাহিত্যে হোক মেঘমিলন”। এবারের আয়োজনে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানিসহ কয়েকটি দেশ থেকে লেখক-সাহিত্যিকরা অংশ নিচ্ছেন।