Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২৬ আগস্ট ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক
Nazmul
আগস্ট ২৬, ২০২০ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের কটিয়াদীতে জালালপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সাবিনা আক্তারের বিরুদ্ধে সরকারি বিভিন্ন সহায়তার নামে অর্থ আত্মসাত করার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বুধবার (২৬ আগষ্ট) দুপুরে জালালপুর আনন্দ বাজারের রাস্তার দু’পাশে নারী-পুরুষের অংশ গ্রহণে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে জালালপুর আনন্দ বাজারের প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এসময় এলাকার সর্বস্তরের মানুষ রাগে-ক্ষোভে ফুঁসে উঠে। এদিকে আত্মসাতকারী মেম্বার সাবিনা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দ্রæত সময়ের মধ্যে শতাধিক ভুক্তভোগীদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটন, বীর মুক্তিযোদ্ধা কামাল পাশার ছোট ভাই নাহার পাশা, স্থানীয় যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান মিশু, আ.লীগনেতা মোহাম্মদ বাচ্চু মিয়া, ভুক্তভোগী নারগিস আক্তার, ভুক্তভোগী পরী বানু, ভুক্তভোগী জামেনা আক্তারসহ অন্যান্যরা।