Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আয়নার দাগ দূর করুন সহজেই

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২৮, ২০২০ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

আয়নার দাগ দূর করুন সহজেই

আয়না ছাড়া তো চলেইনা। মূহুর্তেই আয়না প্রয়োজন। এ আয়নায় অনেক সময় কালচে ছোপ ছোপ দাগ পড়ে। নিয়মিত আয়না পরিষ্কার না করলে এ ধরনের দাগ পড়ে থাকে।

এ ছাড়া বাথরুমের আয়নায় বাষ্প জমে। তাই নিয়মিত পরিষ্কার না করলে ঝাপসা হয়ে যায়। আবার ড্রেসিং টেবিলসহ অন্যান্য ঘরের আয়নায়ও পরিষ্কার রাখা উচিত।

আসুন জেনে নিই আয়না পরিষ্কারের ৫ উপায়-

১. আয়না বা কাচের জানালা পরিষ্কার করতে তিন ভাগ লেবুর রস ও একভাগ পানি একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন। মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ঘষে মুছে ফেলুন।

২. আয়না পরিষ্কার করতে সমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে তাতে কয়েক ফোঁটা লেবুর রস ও সামান্য ডিশ ওয়াশিং পাউডার মেশান। দ্রবণটি স্প্রে বোতলে করে স্প্রে করুন আয়নায়। নরম তোয়ালে দিয়ে মুছলে আয়না হবে ঝকঝকে।

৩. শেভিং ফোম অথবা শেভিং ক্রিম আয়নায় লাগিয়ে নিন। নরম কাপড়ের টুকরো দিয়ে ঘষে পরিষ্কার করুন।

৪. ডিশ ওয়াশিং পাউডার অথবা সোপ দিয়ে আয়না পরিষ্কার করতে পারেন। সামান্য পাউডার অথবা সাবান হাতে নিয়ে পানির সাহায্যে ঘষে নিন আয়না। তোয়ালে দিয়ে পরিষ্কার করে মুছে ফেলুন।

৫. আয়না পরিষ্কার করতে ত্বকের জন্য ব্যবহৃত মেয়াদোত্তীর্ণ টোনার ব্যবহার করতে পারেন। টোনার স্প্রে করে পরিষ্কার ও নরম কাপড় দিয়ে মুছে ফেলুন।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান স্পট