স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মতিউর রহমান সরকার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সম্প্রতি তার অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।