Pakundia Pratidin
ঢাকারবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আরমান হোসেনের কবিতা

প্রতিবেদক
Nazmul
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

ঋতুর রাজা বসন্ত

মোঃ আরমান হোসেন

ফাগুনের হাওয়ায় এলো নতুন ঋতু,
প্রকৃতির দিকে তাকালে যায় বুঝা”
এমন ঋতুর পরিবেশ যায় না পাওয়া,
নতুন পরিবেশ দেয়বলে” সে ঋতুর রাজা।

দীর্ঘ দশটি মাসে ক্লান্ত পরিবেশ,
সুশোভিত হয়ে ওঠে নতুন করে।
ঝরে পরা পতা,মরা গাছটি যেন”
তার যৌবন, নতুন করে পাই ফিরে।
কাটা যুক্ত লম্বা বৃক্ষ’ দেখিয়ে দেয় সাজ,
অপূর্ব শিমুল ফুলে তার সৌন্দর্য।
মাঠ ভরা ফসলী ক্ষেত সরিষা ফুলে”
এ যেন রূপ নেয়’ নতুন এক সূর্য।
আম গাছটিও মুকুল দিয়ে সাজে”
প্রতিটি বৃক্ষের সাথে, না তৃষ্ণ হাওয়ায়।

ফলের মুকুল পেয়ে গাছে-গাছে,
ছোট্ট প্রাণী করে আওয়াজ ঘুন ঘুন।
চারিদিকে শোনা যায় কোকিলের কন্ঠ”
দোয়েল পাখিটাও তখন গায় গান।
প্রকৃতির এমন অপূর্ব রূপ রেখা,
যেন শিল্পীর তুলিতে ছবি আঁকা।
এমন ঋতুর বর্ণনা করে হবে না অন্ত,
তাইতো বলে সে ঋতুর রাজা বসন্ত।