Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আমি ভীষণ ক্ষুধার্ত

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২৪, ২০২০ ৭:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

অঙ্কুর মামুন

আমি ভীষণ ক্ষুধার্ত
শিয়াল কিংবা কুকুরের মতো নয়,
বাঘ কিংবা সিংহের মতো নয়,
এর চেয়ে ভয়ংকর রকম ক্ষুধার্ত।
আমি ভীষণ না খাওয়া,
আমি ভীষণ ক্ষুধার্ত,
ভয়ংকর রকমের ক্ষুধা নিয়ে জন্মেছি,
সামনে যা পাই তাই খেয়ে নিতে পারে,
ব্রীজের রট, আশ্রয় প্রকল্পের টিন
মধ্যবিত্তর ঘর বাড়ি, পাগলীর দেহ,
কিশোরীর কৈশোর।
আমি ভীষণ ক্ষুধার্ত,
জন্মসূত্রে পাওয়া এই অনাহারী স্বভাব,
খাই খাই রোগ।
চোখের সামনে যা পাই, যা দেখি
গলধকরণ করি নিমেষেই-
নদীর বালু, তীরের কলাগাছ,
সরকারী খাস জমি, অন্যের দলিল,
ভিক্ষুকের টাকা, বালিশের তুলা
চায়ের বাগান, পাহাড়, রাস্তার দু ধারে গাছ,
মাটি কয়লা সব আমার পেটে হজম করি।
আমি ক্ষুধার্ত, ভীষণ রকম ক্ষুধার্ত।
শিয়াল কিংবা কুকুরের মতো নয়,
বাঘ কিংবা সিংহের মতো নয়,
আমি মানুষের মতো ক্ষুধার্ত আজব প্রাণী।