Pakundia Pratidin
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আমি এক স্বপ্নাহত কবি

প্রতিবেদক
Nazmul
অক্টোবর ২৪, ২০২০ ৭:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

মেরাজ রাহীম

আমার কাছে কী এমন প্রীতিধন্য
স্মৃতিমাল্য আছে- তোমার কণ্ঠে
পরিয়ে দিতে পারি?
তুমি তো নিজেই মহার্ঘ এক
প্রেমময় স্মৃতি ব্রেসলেট।
যা আমি হৃদয় মণিবন্ধ থেকে
খুলি না কখনো,
জেনো আর খুলব না কোনদিনও!

তারপরও কী ভীষণ অনায়াসে
তুমি আমাকে বসিয়ে
রেখেছো প্রতীক্ষার বারান্দায়,
এক কাপ বিষাদ চা দিয়ে-
আর তুমি নিজে চলে গ্যাছ কোন এক
অভিজাত নিলাম ডাকে
মহার্ঘ এক হীরকের আশায়।

আমি ভালোবাসার জুয়াখেলায় ফতুর
এক স্বপ্নাহত কবি;
আমার সাধ্যে ছিলো শিউলির মালা,
সাদা বেলীফুল- জানি, সে মালা গাঁথা
হবেনা আর কোন দিন।

এই শরতের শেষ বিকেলের সোনারোদে
তুমি আসোনি;এখন আমার চারপাশে
আলো-ছায়া- আলোর খেলা,একটু পরেই-
আদিম গুহার নিস্তব্ধতা নিয়ে
মোষের শরীরের মতো অন্ধকার নেমে আসবে!
তার পরও আমি প্রতীক্ষায় থাকবো,
শুধু তোমারই জন্যে-
যতক্ষন না ফিরে আসো।