স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়ার তারাকান্দির অনলাইন প্লাটফর্ম “আমাদের তারাকান্দি” ফেসবুক গ্রুপের ৩ বছর পূর্তি উপলক্ষে নানা আয়োজনে দিনটি উদযাপন করেছে গ্রুপটির এ্যাডমিন প্যানেল ও মেম্বারবৃন্দ।
বর্ষপূর্তিতে বৃক্ষরোপন কর্মসূচি ও অসহায় হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীর অংশবিশেষ হিসেবে তারাকান্দি মডেল টেকনিক্যাল স্কুল, তারকান্দি সিনিয়র ফাজিল মাদ্রাসাসহ তারাকান্দির বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাসমূহে বৃক্ষরোপন করা হয়।
বর্ষপুর্তি কর্মসূচীতে উপস্থিত ছিলেন ” আমাদের তারাকান্দি গ্রুপের সিনিয়র এডমিন মোকারিম হোসেন, এডমিন এন্ড ক্রিয়েটর সারোয়ার জাহান ঈমন, এডমিন আমিনুর রহমান সংগ্রাম, মডারেটর আশরাফুল ইসলাম রিফাত, মডারেট আকন্দ রিফাত, প্রমুখ।
বর্ষপুর্তি প্রোগ্রামের সার্বিক অর্থায়নে ছিলেন তারাকান্দি ভূঁইয়া বাড়ির তৌফিকুল ইসলাম কল্যান ট্রাস্ট।
পাপ্র/সুআআ