Pakundia Pratidin
ঢাকাবুধবার , ২৩ ডিসেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আবারও জুটি হলেন মোশাররফ ও তারিন

প্রতিবেদক
Nazmul
ডিসেম্বর ২৩, ২০২০ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

বেশ কয়েক বছর আগে মোশাররফ করিমের সঙ্গে প্রথমবার ‘ক্ষমা’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন তারিন। দীর্ঘদিন পর আবারও একই নাটকে অভিনয় করেছেন এ দুই অভিনয় তারকা। নাটকের নাম ‘নো প্রেম নো বিয়ে’।

এটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল হাসান। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ নাটকের গল্প এক কথায় দুর্দান্ত। বাকিটা দর্শক পর্দায় দেখবেন।

তারিন বলেন, ‘আমাদের দেশে এ সময় যে ক’জন ভার্সেটাইল অভিনেতা আছেন তাদের মধ্যে অন্যতম মোশাররফ ভাই। তার সঙ্গে সব সময়ই কাজের অভিজ্ঞতা চমৎকার। এ নাটকের গল্প ভালো। আশা করছি দর্শকেরও ভালো লাগবে।’ শিগগিরই নাটকটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।