পাপ্র ডেস্ক : আফগানিস্তানের ঘোর প্রদেশের ফিরোজ কোহা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে আনুমানিক ৯০ জন।
আজ রবিবার এ ভয়াবহ বিস্ফোরণ হয়। জানা গেছে সকাল ১১:১৫ মিনিট এ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। একটি বাসের মধ্যে বিস্ফোরক রাখা ছিল। তদন্তকারীরা একে আত্মঘাতী বিস্ফোরণ বলে মনে করেছেন। বাসটিতে বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্বাভাবিকভাবেই আতংকিত হয়ে পড়েন স্থানীয় জনসাধারন। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা।
তথ্যসুত্র: কলকাতা টোয়েন্টিফোর।