আজ ২১ ডিসেম্বর, সোমবার। আজ দিবাগত রাতটি হতে যাচ্ছে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। আর আগামীকাল ২২ ডিসেম্বর হতে যাচ্ছে বছরের সবচেয়ে ছোট দিন।
এটি অবশ্য উত্তর গোলার্ধের দেশগুলোতে ঘটবে। এসব দেশের মধ্যে পূর্ব তিমুর এবং ইন্দোনেশিয়ার দক্ষিণ গোলার্ধের অংশ ব্যতীত এশিয়া মহাদেশের অধিকাংশ দেশ রয়েছে। এ ছাড়া আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের অনেক দেশ রয়েছে।
বাংলাদেশও উত্তর গোলার্ধের দেশ। ফলে বাংলাদেশেও আজ রাত বছরের সবচেয়ে দীর্ঘতম হতে যাচ্ছে এবং কাল হবে সবচেয়ে ছোট দিন।
তথ্যসুত্র : বিডি ডটকম