Pakundia Pratidin
ঢাকামঙ্গলবার , ২ ফেব্রুয়ারি ২০২১
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আকিব শিকাদারের ২টি কবিতা

প্রতিবেদক
Nazmul
ফেব্রুয়ারি ২, ২০২১ ১১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

একটা ঘুড়ি দুজন যখন দুই নাটাইয়ে উড়ায়
আকিব শিকদার

বিয়ের পরেও যে মেয়েটা মায়ের কথায় চলে
স্বামীর ঘরে সুখে নেই তার, দু’চোখ ভিজে জলে
মেয়ের ভাগ্যে তালাক জোটে মার চালাকির ফলে।

যে ছেলেটা বিয়ের পরেও বোনের ইচ্ছায় নাচে
সংসারে তার ভাঙন দশা, বউ থাকে না কাছে
জ্যা-নন্দের জ্বালায় স্বামীকে ছেড়ে বাঁচে।

একটা ঘুড়ি দুজন যখন দুই নাটাইয়ে উড়ায়
গুত্তা খেয়ে পড়বেই তো আবর্জনার লুরায়।
জেনে নিও গন্ডগোলটা আগাতে নয়, গোড়ায়।

 

 

ঈর্ষামাতাল

আকিব শিকদার

খাঁচার ভেতর পুষছি আমি দুটি ছোট পাখি
যখন তখন কিচির মিচির
ডানায় ডানায় ভাব মিলিয়ে করছে মাখামাখি।

বন্দি ওরা, অথচ কী প্রেমের উথাল পাথাল
ঠোঁটের সাথে ঠোঁটের ঘষাঘষি
ওদের এতো প্রণয় দেখে আমিই ঈর্ষামাতাল।

হাতের সাথে হাত মিলাবার নেই তো কারোও হাত
ওমন ঠোঁটের কোথায় পাবো দেখা
আমার চতুর্দিকে কেবল জ্যোৎস্নাবিহীন রাত।

 

 

 

কবি পরিচিত

আকিব শিকদার
শিকদার নিবাস
৮৪২/২ ফিসারি লিংক রোড
হারুয়া, কিশোরগঞ্জ।
ই-মেইল :akibshikder333@gmail.com

মোবাইল : ০১৯১৯৮৪৮৮৮৮
রচিত বই :
কাব্য গ্রন্থ : কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫) কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮)।
শিশুতোষ : দোলনা দোলার কাব্য (২০২১)

আকিব শিকদার। জন্ম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানাধীন তারাপাশা গ্রামে, ০২ ডিসেম্বর ১৯৮৯ সালে। প্রফেসর আলহাজ মোঃ ইয়াকুব আলী শিকদার ও মোছাঃ নূরুন্নাহার বেগম এর জ্যেষ্ঠ সন্তান। স্নাতক পড়েছেন শান্ত-মরিয়ম ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইন বিষয়ে। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে স্নাতক ও স্নাতোকোত্তর। খন্ডকালীন শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু; বর্তমানে প্রভাষক হিসেবে কর্মরত আছেন এ্যাপারেল ইন্সটিটিউট অব ফ্যাশন এন্ড টেকনোলজিতে।
কবির বিধ্বস্ত কঙ্কাল (২০১৪), দেশদ্রোহীর অগ্নিদগ্ধ মুখ (২০১৫), কৃষ্ণপক্ষে যে দেয় উষ্ণ চুম্বন (২০১৬), জ্বালাই মশাল মানবমনে (২০১৮) তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। দোলনা দোলার কাব্য (২০২১) তার শিশুতোষ কবিতার বই।
সাহিত্য চর্চায় উৎসাহ স্বরুপ পেয়েছেন “হো.সা.স. উদ্দীপনা সাহিত্য পদক”, “সমধারা সাহিত্য সম্মাননা”, “মেঠোপথ উদ্দীপনা পদক”, “পাপড়ি-করামত আলী সেরা লেখক সম্মাননা”। লেখালেখির পাশাপাশি সঙ্গীত ও চিত্রাংকন তার নেশা।