Pakundia Pratidin
ঢাকাবৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২০
  1. আন্তর্জাতিক
  2. ইতিহাস
  3. ইসলাম ও জীবন
  4. কৃতি সন্তান
  5. জাতীয়
  6. জেলার সংবাদ
  7. তাজা খবর
  8. পাকুন্দিয়ার সংবাদ
  9. ফিচার
  10. রাজনীতি
  11. সাহিত্য ও সংস্কৃতি
আজকের সর্বশেষ সবখবর

আইসিইউতে ভর্তি অপূর্ব

প্রতিবেদক
Nazmul
নভেম্বর ৫, ২০২০ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

করোনা মহামারীতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব।
রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে তাকে।

ধারণা করা হচ্ছে গত অক্টোবরে ওয়েব সিরিজের শুটিং করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা। আর একই শুটিং সেটে তিশার সংস্পর্শে এসে করোনায় আক্রান্ত হন তাহসান।

অপূর্বর করোনা আক্রান্তের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্ট-নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

আরিয়ান বলেন, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন অভিনেতা অপূর্ব।  গত কয়েকদিন ধরে জ্বর অনুভব করছিলেন অপূর্ব।এরপর করোনার আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। গত ২ নভেম্বর পজিটিভ ফল আসে।

এরপর শারীরিক অবস্থার একটু অবনতি হলে মঙ্গলবার থেকে হাসপাতালে ভর্তি হন। তিনি কোনো খাবার খেতে পারছিলেন না। খেলে বমি হয়ে যাচ্ছিল। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন। অপূর্ব সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।