জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান কোভিড-১৯ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ছয়দিন ধরে জ্বর ও সর্দিতে ভোগছিলেন তাহসান খান।
গত তিনদিন আগে নাট্য নির্মাতা ইমরুল রাফাতের শুটিং সেটে তার শারীরিক অবস্থা গুরুতর হয়ে পড়ে। পরে করোনা পরীক্ষা করালে রেজাল্ট পজেটিভ আসে। বর্তমানে সব কাজ বন্ধ করে দিয়ে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।