মো: খায়রুল ইসলাম : পাকুন্দিয়ার বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের ২০২৩ সালের নবগঠিত কমিটির সংবর্ধনা ও নবীনদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার পাকুন্দিয়া পাবলিক স্কুল মাঠে বিকাল ৩.৩০ মিনিটে এ অনুষ্ঠানে সংগঠনের সদ্য সাবেক সভাপতি হৃদয় হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাউছ শাওন,
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করে সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহজাহান সিরাজ সুমন।
সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হিমেলে সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক মোঃমিজানুল হক রিয়াজ, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুজন আহমেদ,সাবেক সভাপতি এম.এস.আল মামুন, সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক সুমন, সাবেক সভাপতি আতাউর রহমান সোহাগ, সাবেক সভাপতি আল ইমরান, সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদ্য সাবেক সভাপতি হ্নদয় হোসেন/সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান হিমেলকে বিদায়ী সংবর্ধনা এবং বিশেষ সম্মাননা স্মারক প্রদান হয়।
২০২৩ সালের নবগঠিত কমিটিতে হাবিবুর রহমান জুনায়েদকে সভাপতি এবং এনামুল হক জাহিদকে সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম তৌহিদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে পুর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
পাপ্র/সুআআ