আশরাফুল হাসান মোরাদ : পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বুরুদিয়া তালতলা গ্রামের অটোরিক্সা চালক আফাজ উদ্দিন (৪৫)অটোরিক্সাসহ গতকাল ২৬ আগস্ট শুক্রবার দুপুর থেকে নিখোঁজ রয়েছেন।
নিখোঁজের ঘটনায় আফাজ উদ্দিনের মেয়ে সালমা আক্তার থানায় সাধারণ ডায়েরী করেছেন। সে সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় আফাজ উদ্দিন দুপুরে অটোরিক্সা নিয়ে বের হলে আর বাড়ী ফিরে আসেননি। পরবর্তীতে নিকটস্থ স্বজনসহ সম্ভাব্য জায়গাগুলোতে খোঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
বাড়ী থেকে বের হওয়ার সময় আফাজ উদ্দিনের পরনে ছিল লাল রং এর হাফ শার্ট ও কালো খয়েরী রং এর লুঙ্গি। মুখে কালো চাপ দাঁড়ি ও উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তিনি কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে থাকেন।
সহৃদয়বান কেউ তার সন্ধান পেলে নিম্নোক্ত নাম্বারে
01791447097 যোগাযোগ করার অনুরোধ রইলো।
পাপ্র/আইরিন লাবনী